Tag Archives: চিঠি

একটা অপেক্ষামান ভালোবাসার চিঠি!

আজকে শুক্রবার, ১১ই অক্টোবর, ২০১৩।

সকালে ঘুম থেকে উঠলাম ৯টা ১০এ, গোসল করে নামাজ পরে, নাস্তা খেতে খেতে বাজলো ১০টা ২৫। নাস্তা খুবই জঘন্য হইসে, কোন মতে একটা রুটি খাইসি আলুভাজা দিয়ে। ছুটির দিনের জন্য জমায় রাখা মরডান ফ্যামিলির নিউ এপিসোড টা ছাড়লাম, ভালো লাগলো না! ৪/৫ মিনিট পর বন্ধ করে ডেন ব্রাউনের ইনফারনো পড়তে বসলাম, ৩/৪ পৃষ্ঠা পরার পর, বোর লাগতেসিল, বন্ধ করে উঠে পড়লাম! ভাবলাম এক কাজ করি, এম্পায়ার আর্থ টু খেলি, শুরু করলাম, অনেকটা জোর করে প্রায় ৩০ মিনিটের মতো খেললাম! জঘন্য গেম! একদম ফালতু! বোরড! কি করা যায়, ভাবতেসি! আজান দিসে অনেকখন আগে, গেলাম নামাজ পরতে। নামাজ পরে বাসায় আসলাম ২টার সময়, ভাবলাম এক কাজ করি, জনি ডেঁপের লোন রেঞ্জার মুভিটা দেখি! যেই চিন্তা সেই কাজ, চালু করলাম, এতো এনটিসিপেটেড মুভি কিন্তু কেমন জানি জমতেসে না! ৮/১০ মিনিট দেখার পর আর পারলাম না! এর মধ্যে আম্মু ডাকতেসে খাওয়ার জন্য! গেলাম! খাইতে বসেই মেজাজ খারাপ হয়ে গেলো! খাবার কেমন জানি পাইনশা! জঘন্য লাগতেসে! লাল শাক দিয়ে কোনমতে একটুখানি খেয়ে উঠে গেলাম! আম্মু আব্বু দুই জনই প্যান প্যান করতেসে! পাত্তা না দিয়ে রুমে এসে আসিফ এন্তায রবির “কাগজের নৌকা” বইটা হাতে নিলাম পরবো বলে, কিন্তু আবার সেই একই সমস্যা ভালো লাগে না। ৬/৭ পাতার বেশী পরতে পারলাম না কোন ভাবেই! কি করবো? শেষ অস্র টা ছাড়লাম ল্যাপটপে “বিগ ব্যাং থিওরির লেটেসট এপিসোড”, শেলডন কুপার আমাকে অনেক বার এই ধরনের সিচুএশন থেকে রক্ষা করসে! কিন্তু একই হইলো! হায় হায়! ভালো লাগে না! চরম বিরক্তিকর! এরমধ্যে ঠিক মতো না খাওয়ার কারনে গ্যাস হয়ে মাথা বেথা শুরু হয়ে গেসে! হঠাৎ মাথায় চরম একটা আইডিয়া আসলো, কাজী আনোয়ার হসেইনের মাসুদ রানাই এখন দিতে পাবে আমাকে শান্তি! সংগে সংগে বের হয়ে গেলাম গুলশান ২য়ে জাবার জন্য! এক ঘণ্টার মধ্যে আমি আমার রুমে বিছানায় বসা আর আমার সামনে চার চারটা কড়কড়ে নতুন মাসুদ রানা। সেই কুয়াশা, টেররিষ্ট, আগুন নিয়ে খেলা আর সর্বনাশের দূত। ভয়াবহ একটা ব্যাপার ঘটলো পরবর্তী এক ঘণ্টায়! চারটা বইয়ের সবগুলা পরে ফেললাম অল্প অল্প করে একএকটার থেকে একএকটা ফালতু! কি করবো! চুপ করে তো বসে থাকা যায়না! আবার বের হলাম, উদ্দেশ্য যমুনা ফিউচার পার্ক। ঢুকেই ফিফথ ফ্লোরে এসে ইস্তাম্বুল রেসটুরেন্ট এ অর্ডার দিলাম ডোনার কাবাবের উইত পিটা ব্রেড এন্ড সালাদ! খাবার আসলো, অনেক খিদা, সকাল থেকে কিছুই খাই নাই! গ্যাসের কারনে মাথা বেথা করতেসে, ঝাপায় পড়লাম খাবারের প্লেটে, ও মাই গড!!! ওদের রুটি মনে হইতেসে কার্পেট,  কাবাব মনে হইতেসে যেন কাঁচা মহিষের মাংস আর সালাদ পুরা শিট। মন খারাপ করে উঠে গেলাম! একলা একলা হাটতেসি পৃথিবীর অন্যতম বৃহৎ শপিংমলে, ছুটির দিনে, হাজার হাজার মানুষের মাঝে, একা, ক্লান্ত, বিরক্ত, হতাশ ও ক্ষুদারথ। হঠাৎ সামনে পরল ব্লকবাসটার সিনেমা, রায়ান রেনলডসের আরআইপিডি থ্রিডি চলতেসে, রায়ান রেনলডস আমার প্রিয় মানুষের পছন্দের নায়ক আর আমারও খারাপ লাগেনা! টিকেট কেটে ঢুকে পড়লাম! জীবনের প্রথম থ্রিডি সিনেমা দেখব, এক্সসাইটেড!!! ওমা! একি! কোন ভাবেই ভালো লাগতেসে না! ২৫/৩০ মিনিট পর বের হয়ে গেলাম! প্রচণ্ড খিদা আর মাথা বেথা! সোজা চলে গেলাম বাসায়! আর এই যে আমি লিখছি এখন বাজে রাত ১টা ৩৭, যমুনা থেকে আসার পর খাওয়ার, গান শুনার, বই পড়ার, ম্যাট ডেমোনের ইলিসিয়াম মুভিটা দেখার ট্রাই করলাম, কোনটাই হলনা! এমনকি টু এন্ড হাফ ম্যান ও দেখার ট্রাই করসি কিন্তু খুবই ফ্ল্যাট লাগসে। এই ছিল আমার ১০ দিনের ঈদের ছুটির প্রথম দিন! জানি না বাকি ৯ দিন কিভাবে কাটবে! ভালো থাকো! তুমি তো প্রায়ই বল যে আমার একটা নিজের দুনিয়া আসে, যেটা নিয়া আমি বিজি থাকি!!! আমার দুনিয়া নিউইয়র্ক শহরে! আমার থেকে আমার দুনিয়া দূরে আসে অনেক দিন ধরে! আমার দুনিয়া আমি শেষ ছুয়ে দেখসি সেই ১৫ই জুন ২০১১ তে! আমি আর পারতেসিনা! মাত্র ২৮ মাস আগে। সব্বাই বলে সময় দেখতে দেখতে চলে যায়, আমার যায় নাই! এই ২৮ মাসের প্রত্যেকটা দিন আমার আজকের মতই কাটসে!

ঈদ মোবারক